স্বাধীনতা দিবসের নাটক ‘কঙ্কাল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কবর থেকে এক রাজাকারের কঙ্কাল তুলে নিয়ে আসে মুক্তিযোদ্ধার সন্তান মহিউদ্দিন (আজাদ আবুল  কালাম)। এ খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়। বিস্তারিত জানতে ছুটে আসেন সাংবাদিক সেলিনা (মৌটুসী বিশ্বাস)। মহিউদ্দিন বিস্তারিত বলতে শুরু করে। ছোট্ট মহি ১৯৭১ সালে দেখতে পেয়েছে কীভাবে তার মুক্তিযোদ্ধা বাবাকে (পান্থ আফজাল) মেরে ফেলেছে; তার মাকে তারই চোখের সামনে ধর্ষণ করে মেরে ফেলেছে রাজাকার কছিমউদ্দিন। এতকিছুর পরও ২০০৪ সালে এই কছিমউদ্দিনই হয়ে যায় দেশের সম্মানিত মন্ত্রী। তার অধীনেই চাকরি করে সেই মহি। একবার বসের হুকুম হয় মন্ত্রীকে ফুল দিতে হবে। কিন্তু এটা কী করে সম্ভব মহিউদ্দিনের পক্ষে! সে মন্ত্রীর সামনে পা দিয়ে মুচড়ে ফেলে ফুলের তোড়া। মহিউদ্দিন চাকরিচ্যুত হয়। কোথাও তার ঠাঁই হয় না। স্ত্রী সন্তান নিয়ে মহিউদ্দিন পাগলপ্রায়। ২০১৪ সালে গণজাগরণের আন্দোলনের মাধ্যমে রাজাকার কছিমউদ্দিনের ফাঁসি হয়। তারপরও মহিউদ্দিন ক্ষান্ত হয়নি। কঙ্কাল উঠিয়ে প্রতিশোধ নিতে চায় সে। এই নিয়েই নির্মাতা নিয়াজ মাহবুবের ২৬ মার্চের নাটক ‘কঙ্কাল’। রচনায় আজম খান। একটি বেসরকারি টিভি চ্যানেলে ২৬ মার্চ এটি প্রচার হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর