প্রায় ৫০ বছরের পর প্রকাশ্যে রংধনু সাপ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রায় ৫০ বছরের ভেতর প্রথমবারের মতো বিরল প্রজাতির একটি রংধনু সাপের দেখা মিলেছে আমেরিকার ফ্লোরিডায়। ওচালা ন্যাশনাল ফরেস্ট দিয়ে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় সাপটির ছবি তোলেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সাপটি ৪ ফুট লম্বা। ফ্লোরিডা মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের সাপের সর্বশেষ দেখা মিলেছিল ১৯৬৯ সালে, মারিওন কাউন্টিতে।

মিউজিয়ামের কর্মকর্তারা বলছেন, এই সাপ বিষহীন। মানুষের জন্য ক্ষতিকরও নয়। রংধনু সাপ অতিমাত্রায় জলপ্রেমী। জীবনের অধিকাংশ সময় তারা জলজ উদ্ভিদের ভেতর নিজেদের লুকিয়ে রাখে।

পূর্ণবয়স্ক রংধনু সাপ সাধারণত ৩ ফুট থেকে ৬ ফুট লম্বা হয়। ফ্লোরিডা মিউজিয়ামের তথ্যানুযায়ী আমেরিকায় এখন পর্যন্ত ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা রংধনু সাপ দেখা গেছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর