উপকূলে রহস্যময় দৈত্যাকার প্রাণী

ইন্দোনেশিয়ার উপকূলে রহস্যময় বিশাল আকৃতির একটি প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে। দৈত্যাকার এই প্রাণী জায়ান্ট স্কুইড নাকি নীল তিমি তা পরিস্কার নয়।

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের সেরাম আইল্যান্ডের উপকূলে ভেসে ওঠা এই প্রাণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রের পানিতে বড়সড় কোনও পাথর জেগে উঠেছে।

ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় বাসিন্দা আসরুল তুয়ানাকোতা মঙ্গলবার রাতে দ্বীপের উত্তর অংশে এটি দেখতে পান। এটি দৈর্ঘ্যে ১৫ মিটার এবং প্রস্থ কয়েক মিটার। প্রাণীটিকে দেখে প্রথমে নৌকা মনে করেছিলেন তুয়ানাকোতা। এটি দেখা যাওয়ার অন্তত তিন দিন আগে এর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দৈত্যাকার প্রাণীটিকে স্থানীয়রা জায়ান্ট স্কুইড বলে ধারণা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি তিমি মাছ হতে পারে। তারা পরীক্ষা করে দেখছেন এটি আসলে কি জাতীয় প্রাণী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর