সুনামগঞ্জে আরও ৩২ জন করোনায় আক্রান্ত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুনামগঞ্জে একদিনে নতুন করে করোনাভাইরাসে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর থেকে ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দঁড়িয়েছে ৯৫৯ জনে।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন, ছাতক উপজেলায় ৯, সদরে ছয়, দোয়ারাবাজারে পাঁচ, দিরাইয়ে তিন, জগন্নাথপুর তিন, তাহিরপুরে তিন ও বিশ্বম্ভরপুর উপজেলার দুজন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৪ জন।

মৃত্যুবরণ করেছেন পাঁচজন। মৃত্যুবরণকারিদের মধ্যে একজন দক্ষিণ সুনামগঞ্জের, একজন জামালগঞ্জের ও তিনজন ছাতক উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল জেলার দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত হন এক সৌদি প্রবাসীর স্ত্রী। তবে তিনিই প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর