সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার, ৩ জনের নামে মামলা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবইল টহল ফাঁিড়র যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, হরিণের চাটি পা ও একটি মাথা উদ্ধার করেছে। এসময়ে বনরক্ষক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করেছে। এসময়ে পালিয়ে গেছে তিন চোরাশিকারী।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ীর যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়। এসময়ে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। পরে হরিণের মাংস উদ্ধার করা হয়।

এঘটনায় মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ^াস নামে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর