মদ না পেয়ে ভারতে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে মদ কিনতে পারেননি তারা। পরে স্যানিটাইজার পান করে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ প্রদেশের প্রকাসাম জেলায়। খবর রয়টার্স’র।

শুক্রবার স্থানীয় পুলিশ জানায়, কুড়িচেদু গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন।

প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, ‘অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ঐ এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে। মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পান করেন।’

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করে পুলিশ। অসুস্থ বেশ কয়েকজন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানায়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর