হেঁচকি’ করোনার নতুন লক্ষণ

 বাঙালী কণ্ঠ ডেস্কঃ অস্বাভাবিক হেঁচকি করোনা ভাইরাসের নতুন লক্ষণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে চিকিৎসকরা। আমেরিকান জার্নাল অব ইমার্জেন্সি মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন এক ব্যক্তির ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে যিনি চার দিন ধরে হেঁচকি দিচ্ছিলেন। এর পর তার মধ্যে করোনা পজিটিভ দেখা যায়। খবর মিরর

৬২ বছর বয়সী এই ব্যাক্তির ক্ষেত্রে প্রাথমকিভাবে কোনও লক্ষণ দেখায়নি। তার শরিরে যখন ৩৭.৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর লোকটিকে আলাদা কক্ষে রেখে করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘৬২ বছর বয়সী একজন ব্যাক্তির মধ্যে কোভিড -19 সংক্রমণের উপসর্গ হিসাবে হেঁচকি চিহ্নিত করি।’

শিকাগোর কুক কাউন্টি হেলথ হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, আমাদের জানা মতে, করোনা রোগীর একটানা হেঁচকি লেগে থাকার ঘটনা এটাই প্রথম। হেঁচকিতে আক্রান্ত ব্যক্তিকে হেলায় ছেড়ে দেয়া উচিত নয়।

চিকিৎসকরা জানিয়েছে, অধিকাংশ মানুষের হেঁচকিতে আক্রান্ত হয়। কিন্তু সেটা হয়তো কয়েক মিনিটের জন্য। এগুলো সাধারণত মানসিক চাপ, আবেগ, উত্তেজনা এবং খাওয়া-দাওয়ার জন্য হয়। যদি কেউ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হেঁচকিতে ভোগেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য বলছেন তারা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর