৭৬ মিলিয়ন বছর আগে ডায়নোসর ভুগেছিল ক্যান্সারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ৭৬ মিলিয়ন বছর আগে ডায়নোসর ভুগেছিল ক্যান্সারে, এমন প্রমাণ পেয়েছেন গবেষকরা। সম্প্রতি কানাডাতে এক ডাইনোসরের কঙ্কাল পরীক্ষা করতে গিয়ে এইরকম তথ্য পায় বিজ্ঞানী। সিএনএন।

১৯৮৯ সালে কানাডার আলবার্টা পার্কে ডায়নোসরের কঙ্কাল পায় গবেষকরা। কঙ্কালটির পায়ে বেশ কিছু সমস্যা ছিল বলে লক্ষ্য করে তারা। বিষয়টি নিয়ে পরীক্ষা করতে সামনে আসে যে ওই ডাইনোসর আক্রান্ত ছিল এক বিরল বোন ক্যান্সারে। প্রায় ৭৬ মিলিয়ন বছর আগের ওই ডাইনোসরটি ইতিহাসে প্রথম ক্যান্সার আক্রান্ত ছিল বলে মনে করা হচ্ছে।

গবেষকরা জানায়, ওই কঙ্কালের পায়ে দেখা গিয়েছিল টিউমার। এই টিউমার কার্যত হাড় নষ্ট করে দেয় এবং অন্যান্য নার্ভকে আক্রান্ত করে।

কয়েক লক্ষ বছর আগে ডাইনোসরেরা ক্যান্সারে আক্রান্ত হত, এটা রীতিমত অবাক করেছে বিজ্ঞানীদের।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর