শেষ ৪০০ তালিবান বন্দিকে মুক্তিদান শুরু আফগান সরকারের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বন্দি থাকা শেষ ৪০০ তালিবানকে মুক্তি দেওয়া শুরু করেছে আফগান সরকার। সশস্ত্র জঙ্গি দলটির সঙ্গে শান্তি আলোচনার পথ সুগম করতেই এই বন্দি মুক্তিদান শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮০ জন বন্দি তালিবানকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আফগান ও বিদেশিদের উপর হামলা চালিয়েছিল। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত ১৯ বছর ধরে সহিংসতায় জর্জরিত আফগানিস্তান। তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের দীর্ঘমেয়াদী যুদ্ধে ক্ষয়প্রাপ্ত হয়েছে দেশের বেশিরভাগ অংশ। চলতি বছর যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। এখন আফগান সরকার জঙ্গি দলটির সঙ্গে শান্তি আলোচনায় যাওয়ার চেষ্টা করছে।

বন্দি তালিবানদের মুক্তি দেওয়া সে আলোচনার পূর্বশর্ত ছিল। সকল বন্দির মুক্তি শেষে কাতারে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধিদপ্তর এক টুইটে জানিয়েছে, সরাসরি আলোচনা এবং টেকসই ও দেশব্যাপি যুদ্ধবিরতি নিশ্চিতের চেষ্টা হিসেবে তালিবান বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর