কুরুচিপূর্ণ মন্তব্য প্রচারকারীদের প্রতি শিশিরের ক্ষোভ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্প্রতি সাকিবের বড় মেয়ে আলাইনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর তাতে বাজে মন্তব্য করেন কয়েকজন।

ওই মন্তব্যগুলো নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় চলছে।

ছবিটির কমেন্টে করা সেসব মন্তব্যগুলো সামনে এনে মন্তব্যকারীদের ধিক্কার জানিয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ।

আর এই বিষয়টিতে মনক্ষুণ্ন হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বিষয়টিকে একটু অন্যরকমভাবে দেখছেন তিনি। তার মেয়ের ছবিতে করা খারাপ মন্তব্যগুলো বাছাই করে সামনে নিয়ে এসে প্রচার করাকেই বেশি দোষের বলে দেখছেন সাকিবপত্মী।

এ নিয়ে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শিশির।

তিনি লিখেছেন, ‘কী হচ্ছে, এ নিয়ে আসলে আমার কোনো ধারণাই ছিল না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত ও অনুসারী আছে। এর মধ্যে শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী দুই-ই আছে। আমরা সব সময় মনোযোগের কেন্দ্রে থাকি, এটা ভালো দিক। বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন। কিন্তু অন্য দেশের মানুষের প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্যে থেকে ৪-৫টা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই।’

শিশির আরও বলেছেন, ‘পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে। আসলে হাজারও ভালো মন্তব্যের ভিড়ে করা ৪টা খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীদের নিয়ে কিছু বলব না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের এডমিনদের ওপর যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে যেটা কোনো ঘটনাই নয় সেটাকে বড় ঘটনা বানিয়েছেন। উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নেন! এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না।’

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর