২০২২ সালে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ: অর্থমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নির্মাণকাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকল্পটি বাস্তবায়ন হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকেলে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে বর্ধিত করা হয় পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজের মেয়াদ। এ বাবদ ব্যয় হবে ৩৪৮ কোটি ১ লাখ টাকা। মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৮৯ ভাগ, নদী শাসন সম্পন্ন হয়েছে ৬৫ ভাগ। আর সার্বিকভাবে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৭৪ ভাগ।

বৈঠকে ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ বাঁধাই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৬৮ কোটি ১ লাখ টাকা। অর্থমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে চায় সরকার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর