বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৩১ লক্ষাধিক মানুষ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ১৪ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ চার হাজার ৯০৩ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৮১৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই কোটি ৩১ লাখ এক হাজার ১৬৬ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (২২ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৬৯ হাজার ১২০ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে ভারতে সেরে উঠেছে ৪৪ লাখ ৯৪ হাজার ৭২০, যুক্তরাষ্ট্রে ৪২ লাখ ৯৯ হাজার ৫২৫ জন, ব্রাজিলে ৩৮ লাখ ৮৭ হাজার ১৯৯, রাশিয়ায় ৯ লাখ ১১ হাজার ৯৭৩, কলোম্বিয়ায় ছয় লাখ ৪০ হাজার ৯০০, পেরুতে ছয় লাখ ১৫ হাজার ২৫৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৯১ হাজার ২০৮ জন, মেক্সিকোতে পাঁচ লাখ দুই হাজার ৯৮২, চিলিতে চার লাখ ২১ হাজার ১১১, ইরানে তিন লাখ ৬১ হাজার ৫২৩, সৌদি আরবে তিন লাখ ১১ হাজার ৪৯৯, পাকিস্তানে দুই লাখ ৯২ হাজার ৮৬৯, তুরস্কে দুই লাখ ৬৮ হাজার ৪৩৫, বাংলাদেশে দুই লাখ ৫৮ হাজার ৭১৭, জার্মানিতে দুই লাখ ৪৬ হাজার ৩০০, ইতালিতে দুই লাখ ১৮ হাজার ৭০৩, কানাডায় এক লাখ ২৫ হাজার ৫৩৪, কাতারে এক লাখ ২০ হাজার ৫৪০, ফ্রান্সে ৯৩ হাজার ৮ জন, ওমানে ৮৫ হাজার ৭৮১ এবং কুয়েতে ৯০ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৯৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৫ হাজার ৮৬, সিঙ্গাপুরে ৫৭ হাজার ২৪১, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, অস্ট্রেলিয়ায় ২৪ হাজার ৬৩, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ৪৪১ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর