আশরাফুল মোসাদ্দেকের অনূদিত হাইকু

জাপানি কবি তাকাইউকি মোরি (Takayuki Mori) ৮ অক্টোবর ১৯৫৪ সালে ফুকুওয়কায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে গ্র্যাজুয়েশন করেন এবং বর্তমানে মিতস্যুবিশি লজিস্টিক করপোরেশনে কর্মরত আছেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি A Collection of Haiku ‘30’s’ পুস্তক রচনা করেন। হাইকু রচনা এবং ভ্রমণ তার প্রিয়। তিনি সমকালীন জাপানের একজন শক্তিশালী হাইকু কবি। জাপানের Association of Haiku Poets & Museum of Haiku Literature-এর তিনি একজন সক্রিয় সদস্য।

১.
জোয়ারে পড়েছে ভাটা
বেলাভূমির বালি শুকোয় দ্রুত
স্মৃতির খোলক

২.
আরো কিছুটা বেশি
দয়া করে তোমার কিছুটা প্রেম দাও—
চেরির হিম প্রস্ফুটন

৩.
রহস্যে পরিপূর্ণ
যে কারণে লোকটিকে ভালোবাসি—
বসন্তে বুনোফুল

৪.
আন্দোলিত ম্যাগনোলিয়া—
তুমি কি শুনতে পাও বাতাসের বিলাপ
এবং মানুষের কষ্ট
তাকাইউকি মোরি

তাকাইউকি মোরি

৫.
সেই সময় সেই দিনে
আমরা বসেছিলাম এই সৈকতে—
এখন শুধুমাত্র বাসন্তী বৃষ্টি

৬.
প্রবীণ বসেছে একাকী
পাখা ঘুরছে আকাশে
আনন্দ-বেদনায়

৭.
অনেক অনেক অনেক আগে
মাছ থেকে মানুষ—
শুনছে বাসন্তী সমুদ্রের গর্জন

৮.

asraful mussadek

দূরে বাস করলেও
দুটি হৃদয় এক আত্মা
বাসন্তী গোলাপ পূর্ণ বিকশিত

কবির ফেসবুক—আশরাফুল মোসাদ্দেক

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর