দুই মাথাওয়ালা সাপ ধরেছে পোষা বিড়াল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাড়ির পোষা বিড়াল একটি সাপ ধরে নিয়ে এসেছে। পরিবারের লোকজন খেয়াল করে দেখেন, সাপটির দু’টি মাথা রয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পালম হারবারে।

ফ্লোরিডার ওয়াইল্ড লাইফ রিসার্চ ইন্সটিটিউটের গবেষক জনাথন মেস বলেন, আমার জীবনে দেখা দুই মাথাওয়ালা প্রথম সাপ এটি। এর আগে এ ধরনের সাপ দেখিনি। তবে এ ব্যাপারে আগে থেকেই জানি।

তিনি আরো বলেন, সম্প্রতি ভার্জিনিয়াতে দুই মাথাওয়ালা সাপ দেখা গেছে। তবে সেই সাপটি সম্প্রতি মারা গেছে।

তিনি আরো বলেন, এটা আসলে একটি সাপ। তবে বেশিদিন বাঁচার সম্ভবনা নেই। কারণ, তাদের দুই মস্তিষ্ক দুই ধরনের সিদ্ধান্ত নেয়। সে কারণে খাবার খাওয়া এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে এরা বিপাকে পড়ে।

তিনি আরো বলেন, একই ডিম থেকে আলাদা সাপ হওয়ার প্রক্রিয়ায় এরা বাধাগ্রস্থ হয়ে জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। এ ধরনের ঘটনা খুবই কম ঘটে।

সূত্র : সিএনএন

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর