করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ৪৮৮ জনের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রবিবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১৯৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ১৪৯ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ১৮ হাজার ১১৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯০ জন। পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৭৮৮ জনের।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর