বিদেশি কর্মীদের বাধ্যতামূলক করতে হবে কোভিড-১৯ পরীক্ষা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিদেশি কর্মীদের কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া। কোভিড টেস্ট করতে কড়া নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব।

সিনিয়র মন্ত্রী বলেছেন, এ কর্মসূচির শুরুতে সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর, পেনাং, সাবাহ এবং লাবুয়ানে শুরু হবে কোভিড পরীক্ষা।
তিনি আরও বলেছেন, নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারী স্বাস্থ্য সুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে।
শুক্রবার ২৭ (নভেম্বরে) দৈনিক ব্রিফিংয়ের সময় সিনিয়র মন্ত্রী সাংবাদিকদের বলেন, ক্লিনিক এবং হাসপাতালে পরিষেবার ব্যয় অবশ্যই নিয়োগকর্তাদের বহন করতে হবে। এ বিষয়ে মানবসম্পদ মন্ত্রণালয় শিগগিরই আরও বিশদ ঘোষণা দেবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া সরকারের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থা বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা পরীক্ষা করেছে। ওয়ার্কার্স হাউজিং অ্যান্ড আবাসন মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাক্ট ১৯৯০ মানদণ্ড নির্ধারণ করেছে। তা মানায় বিভিন্ন কারখানার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে সরকার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর