ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে

বাঙালী কণ্ঠঃ   জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে শান্তির ধর্ম ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক।আজ রোববার জাতীয় ওলামা পার্টির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, যারা ধর্মকে আঘাত করে কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবে জাতীয় পার্টি।

‘আমার দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। বলা হয়, মূর্তি সরালে মসজিদ সরাতে হবে। এ রকম দৃষ্টতা এর আগে কখনো শুনি নাই’, বলেন এরশাদ।

‘আমার কথা, আল্লাহ না মানেন, ঈশ্বর না মানেন, আমাদের কিছু যায়, আসে না। (কিন্তু) আমার ধর্মকে নিয়ে আমার অনুভূতিতে আঘাত করা আপনার জন্য সমীচীন নয়। আমরা এটা কখনোই মানব না’, যোগ করেন জাপা চেয়ারম্যান।

দেশে ইসলামের এই পরিস্থিতির জন্য ইসলামপন্থী দলগুলোর একাত্মতার অভাবকেই দায়ী করেন এরশাদ। তিনি বলেন, ভবিষ্যতে ইসলামবিরোধী সব ষড়যন্ত্র ধংস করতে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা বলেন, তাদের দল অতীতের মতো এখনো ইসলামী দলগুলোর সঙ্গেই থাকবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর