কেন্দুয়ায় মাঠজুড়ে হলুদের ছোঁয়া

বিজয় দাস নেত্রকোনাঃ যেদিকে দূচোখ যায় হলুদ আর সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। এলাকা জুড়ে এ মাঠেই রঙের মেলায় ফুটে উঠেছে প্রকৃতির অনন্য এক সৌন্দর্য। ভোরের ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা ফসলের মাঠে আবছা হয়ে ভাসতে থাকে হলুদের ছোঁয়া।
সূর্য যখন কুয়াশার চাদর ভেদ করে আলো ছড়ায় দিগন্ত জুড়ে ঠিক তখনই আরেক সৌন্দর্যের আবির্ভাব। শিশিরের ফোটা ভিজে থাকা হলুদ ফুলগুলোতে সূর্যের আলো ঝলমলে ওঠে পুরো মাঠ। ঝলমলে এ মাঠেই স্বপ্ন বুনেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সরিষা কৃষকরা।

জেলার কেন্দুয়ার কৃষকরা এখন সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। সরিষার আবাদ এলাকায় গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে অফুরন্ত এক সম্ভাবনার হাতছানি।

উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেশিরভাগ ফসলের ক্ষেতেই দেখা মেলে সরিষার আবাদ। আমনের ফসল ঘরে তোলার পরপরই পরিত্যক্ত জমিতে সরিষার বীজ বুনেছেন এখানকার কৃষকরা। এ বছর পুরো উপজেলায় ৪০০ হেক্টর জমিতে টরি, শ্বেতসহ বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে।

সাধারণত আমন ধান ঘরে তোলার পর তিন মাসেরও বেশি সময় পরিত্যক্ত থাকে চাষের জমি। ওই সময়ে পরিত্যক্ত জমিতে সরিষার আবাদে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।

কান্দিউড়া গ্রামের কৃষক রসুল মিয়া বলেন, বেশ কয়েক কাঠা জমিতে সরিষার আবাদ করছি। এ বছর আবহাওয়া অনেক ভালো। জমিতেও ফুলের সংখ্যা বেশি। এ বছর অধিক ফসল হবে বলে আশাবাদী।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবীর বলেন, এ অঞ্চলের আবহাওয়া ও মাটি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। সঠিক পরিচর্যা পেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া এ বছর সরকারিভাবে এক হাজার কৃষককে সরিষা, ধানের বীজসহ কৃষি পুনর্বাসন এবং কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষা চাষের প্রতি কৃষক বেশি আগ্রহ হয়েছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর