উৎসবমুখর পরিবেশে চলছে কিশোরগঞ্জের দুই পৌরসভায় ভোট গ্রহণ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে চলছে কিশোরগঞ্জের দুই পৌরসভায় ভোট গ্রহণ। শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভায় নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তার মধ্যে কিশোরগঞ্জ পৌরসভায় ২৮টি ভোটকেন্দ্রে ৭১ হাজার ৮৪ জন ভোটার ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ১২টি ভোটকেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার প্রথমবারের মত ইভিএমে ভোট দিবেন। কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া, বিএনপি প্রার্থী মো. ইসরাইল মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. স্বপন মিয়া দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

অন্যদিকে, কুলিয়ারচর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ২ জন প্রার্থী। দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত। এছাড়া, সাধারণ কাউন্সিলর ৪২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১১ জন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মেয়র পদে মো.পারভেজ মিয়া বৃহস্পতিবার নির্বাচনের শেষ প্রচারণায় জানান, গত পাঁচ বছর কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করি নাই। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি পৌরবাসীকে সেবা দিতে। এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়েছি। এবারও বিজয়ী হলে অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব। এর আগেও পৌরবাসী আমাকে ভালবেসে ভোটের মাধ্যমে মেয়র পদে বিজয়ী করেছেন, এবারও করবেন বলে প্রত্যাশা রাখি।’

অপরদিকে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসরাইল মিয়া গত বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। লিখিত ইশতেহারে তিনি নির্বাচিত হলে পৌরকর বৃদ্ধি না করে বিদ্যমান তীব্র যানজট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, পয়ঃনিষ্কাশনসহ সুপেয় পানি ও রাস্তায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি নিশ্চিতকরন, স্বাস্থ্য সেবার প্রসার, পৌর এলাকায় সুষম উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের বিকাশ, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক পৌর সেবা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
কুলিয়ারচরে শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় কুলিয়ারচর পৌরসভা ৫নং ওয়ার্ড বেতিয়ারকান্দি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের গ্রামের বাসায় পুলিশি হয়রানির প্রতিবাদে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পুলিশ কর্তৃক হুমকি, গায়েবি মামলা ও পোস্টার ছিঁড়ে ফেলা সহ বিভিন্ন অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত।

অন্যদিকে কুলিয়ারচরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিন জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে পৌর জনগণের প্রত্যাশা পূরণ করার আশা ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর