খোঁজতে আসবো উৎসর্গঃ আর এস আইডিয়েল কলেজ

ড.গোলসান আরা বেগম 
পায়ের ছাপ,ভালোবাসার ফিঙ্গার প্রিন্ট
খোঁজতে আসবো,এই তো এখানে
ফুল ফুটিয়েছি  যেখানে
একবার নয় বারে বারে
,যখন যতবার ইচ্ছে করে।
ময়না টিয়া কতো পাখী
করতো ডাকাডাকি মনের টানে
জানালার পাশে কিচিরমিচির সুরে
খোঁজতে আসবো,ফুলের বাসে
ফ্লাইংকিস ছুঁড়ে দেবো।
কতো অনির্ধারিত আড্ডা হতো
হাসি টাট্টা হইচই
এ সব হারিয়ে গেলো কই
খোঁজতে আসবো চুপিসারে
কলাপাতায় বসে খাবো
ঝালমুড়ি বিন্নি ধানোর খই।
আসবো খোঁজতে দূর্বাঘাসে
মাঠ গড়িয়ে ছায়া উপছায়ায়
কাঁচা রোদ গায়ে মেখে
দেবো আর নেবো
প্রাণের ভালোবাসা যাবো রেখে।
কেউ না বাসুক ভালো
ঠোঙ্গা বানিয়ে ফেলে দিক ময়লা অর্বজনায়
মিছে তর্ক হউক ইনিয়ে বিনিয়ে
খোঁজতে আসবো সোনার সন্তানেরে
যত দিন হাঁটতে পারি পথের বাঁকে বাঁকে
নাকে নিঃশ্বাস থাকে।
মানুষ না হয় পাখী হয়ে
লক লক করে বেড়ে ওঠা ঝাউ গাছে
শহিদ মিনারে,ভবনের উচু মাথায় বসবো
কৃঞ্চচূড়ার লালে মিশে,কদমের ফুলে দোলে
করবো ভালোবাসার নবায়ন,সত্যি অাসবো।
কোন অভিযোগ করবো না
আবেগের ঘরে দিয়ে তালা,চোখ মুছবো অাঁচলে
তৃতীয় সন্তানেরে খোঁজতে আসবো দুরের এই গাঁয়
কারো মনের ভূগোলে আমার আলো ছায়া
যে দিন গেছে সে দিন কি আর ফিরে পাওয়া যায়?
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর