মাছ ধরে ৫ দিনেই লাখপতি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই পদ্মা নদীতে মাছ ধরছেন জেলে মিরাজুল রহমান। তবে পাঁচদিন আগে তার জালে ধরা পড়েছিল পাঁচটি বাঘাইড়। সর্বশেষ বৃহস্পতিবার ২৮ কেজি ওজনের আরেকটি বাঘাইড় ধরা পড়ে। এতেই ভাগ্য খোলে তার।

মিরাজুলের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকায়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আমবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ২৮ কেজির বাঘাইড়টি তার জালে ধরা পড়ে। এরপর স্থানীয় বাজারে ২৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি। মাছ ব্যবসায়ী সিরাজ মণ্ডল মাছটি কিনে নেন।

জানা গেছে, মিরাজুলের জালে ধরা পড়া পাঁচটি বাঘাইড়ের ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচদিনে তিনি প্রায় দুই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

জেলে মিরাজুল রহমান বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের দেখা তেমন না মিললেও বাঘাইড় মাছ ভালো পেয়েছি। গত পাঁচদিনে প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছি। ইলিশের চেয়ে এ মাছের দামও ভালো। বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর