বিশ্বে করোনা থেকে সুস্থ ৯ কোটি ১৪ লাখ মানুষ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৯ কোটি ১৪ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহম্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৭০ হাজার ৬১৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৩০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৭৮৬ জন চিকিৎসাধীন এবং ৯০ হাজার ৪২ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর