পাকুন্দিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো ৮টি অবৈধ স্থাপনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া বাজার ও চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ও পুলিশ সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, দখল রোধে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া বাজার ও চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় আটটি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরকারি ভূমি উদ্ধার করা হয়।

অভিযানে পোড়াবাড়ীয়া বাজারে দুইটি হাফ-বিল্ডিং ও পাঁচটি টিনশেড ঘর এবং মির্জাপুর বাজারে একটি হাফবিল্ডিং ঘর ভাঙা হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর