কিশোরগঞ্জে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীর তাজুল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছে আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।

এ ছাড়া এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২০১১ সালের ১ জানুয়ারি দুপুরে সিদলচর খালের উত্তর পাশে তারা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ হামলায় তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নিহতের মেয়ে মালা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জগেশ্বর রায় এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর