নিকলীতে অবাধে চলছে পলিথিনের ব্যবহার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকলীর বাজারগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের বস্তা ও পলিথিন।

সরজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব মুদি দোকানে এবং চালের আড়তে মালামাল রাখতে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। এছাড়া পলিথিনে করে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

উপজেলার পুরান বাজারের চাল ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, চাল মিলের মালিকরা আমাদের প্লাস্টিকের বস্তায় চাল দেয়। আমরা কী করব?

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন, প্লাস্টিকের বস্তা ও পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ। প্লাস্টিকের মোড়ক ব্যবহার বন্ধে অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর