কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে।

বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, জিপি এডভোকেট বিজয় শংকর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকার, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট ক্ষিতীশ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি রতন বসাক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি লিপন রায় লিপু প্রমুখ।

সভায় বক্তাগণ সুনামগঞ্জ জেলার শাল্লায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এছাড়া যে কোন ঘটনার সুযোগে কিশোরগঞ্জে যেন সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যাতে কোনো রকম সাম্প্রদায়িক ঘটনা না ঘটে, সে দিকে সকলকেই সচেতন থাকতে হবে।

তিনি ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, বক্তৃতাসহ বিভিন্ন ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর