সুজানগরে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুজানগরে কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি। উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে কৃষিপণ্য পরিবহন করতে ঘোড়ার গাড়ির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বলেন, ইঞ্জিনচালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য বহনে খরচ কম হওয়ায় অনেকে ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন।

মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এক সময় ঘোড়ার গাড়ি ছিল এ জনপদের মানুষের অতি প্রয়োজনীয় বাহন। কিন্তু কালের পরিক্রমায় যন্ত্রচালিত যানবাহনের কারণে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে কৃষিপণ্য পরিবহনে আবার ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন অনেকে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর