সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তানের বৈঠক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে তিন বছর পর বৈঠকে বসেছে ভারত ও পাকিস্তান। ২০১৯ সালে কাশ্মীর নিয়ে বিরোধে সম্পর্ক শীতল হয় দুই দেশের। এরপর থেকে দীর্ঘ সময় দুই দেশের মধ্যে আর কোনো বৈঠক হয়নি।

মঙ্গলবার নয়া দিল্লিতে দুই দেশের মধ্যে বৈঠক শুরু হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালে স্থায়ী সিন্ধু কমিশন গঠিত হয়। ওই বছরই ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে করোনা ও দুই দেশের সীমান্তে উত্তেজনার কারণে বৈঠক হয়নি। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর