ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে যা বললেন মাহমুদুল্লাহ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বিপিএলের চতুর্থ আসরে প্রথম অংশ নিলেও তেমন শক্তিশালী দল গড়তে পারেনি খুলনা টাইটানস। কিন্তু সাদামাটা দল নিয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়ে টাইটানসকে সেরা চারে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে বেশ কয়েকটি ম্যাচ একাই জিতিয়েছিলেন তিনি। তবে বিপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও জাতীয় দলের নেতৃত্ব নিয়ে একদমই ভাবছেন না মাহমুদউল্লাহ।

মাশরাফি মুর্তজা অবসর নেওয়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব এখন সাকিব
আল হাসানের কাঁধে। মাশরাফি অবশ্য ওয়ানডে দলের অধিনায়ক আছেন এখনও। সবকিছু ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপে তার নেতৃত্বেই অংশ নেবে টাইগাররা।

অবশ্য আগামী বিশ্বকাপে মাশরাফির না থাকা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ইদানীং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও ক্রিকেটাঙ্গনের কারও কারও ধারণা, ২০১৯ বিশ্বকাপে মাশরাফির পরিবর্তে অন্য কাউকে দেখা যেতে পারে নেতৃত্বে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে এগিয়ে মাহমুদউল্লাহ!

খুলনা টাইটানসের নতুন কোচ মাহেলা জয়াবর্ধনের পরিচিতি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন রাখা হয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানকে।

মাহমুদুল্লাহ অবশ্য পরিষ্কার জানিয়ে দিলেন, অধিনায়কত্ব নিয়ে তিনি ভাবছেন না, ‘জাতীয় দলের অধিনায়কত্ব অনেক দূরের বিষয়। এটা নিয়ে আমি কখনোই ভাবি না। সবসময় আমার চেষ্টা থাকে দলকে ভালো সার্ভিস দেওয়ার। আপাতত আমার ভাবনা খুলনা টাইটানসকে নিয়ে। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই  দেখা যাবে।

বিপিএলের চতুর্থ আসরে প্রথম অংশ নিলেও তেমন শক্তিশালী দল গড়তে পারেনি খুলনা টাইটানস। কিন্তু সাদামাটা দল নিয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়ে টাইটানসকে সেরা চারে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে বেশ কয়েকটি ম্যাচ একাই জিতিয়েছিলেন তিনি। তবে বিপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও জাতীয় দলের নেতৃত্ব নিয়ে একদমই ভাবছেন না মাহমুদউল্লাহ। মাশরাফি মুর্তজা অবসর নেওয়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব এখন সাকিব আল হাসানের কাঁধে। মাশরাফি অবশ্য ওয়ানডে দলের অধিনায়ক আছেন এখনও। সবকিছু ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপে তার নেতৃত্বেই অংশ নেবে টাইগাররা। অবশ্য আগামী বিশ্বকাপে মাশরাফির না থাকা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ইদানীং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও ক্রিকেটাঙ্গনের কারও কারও ধারণা, ২০১৯ বিশ্বকাপে মাশরাফির পরিবর্তে অন্য কাউকে দেখা যেতে পারে নেতৃত্বে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে এগিয়ে মাহমুদউল্লাহ! খুলনা টাইটানসের নতুন কোচ মাহেলা জয়াবর্ধনের পরিচিতি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন রাখা হয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানকে। মাহমুদুল্লাহ অবশ্য পরিষ্কার জানিয়ে দিলেন, অধিনায়কত্ব নিয়ে তিনি ভাবছেন না, ‘জাতীয় দলের অধিনায়কত্ব অনেক দূরের বিষয়। এটা নিয়ে আমি কখনোই ভাবি না। সবসময় আমার চেষ্টা থাকে দলকে ভালো সার্ভিস দেওয়ার। আপাতত আমার ভাবনা খুলনা টাইটানসকে নিয়ে। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই  দেখা যাবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর