ছুটি শেষে মাঠে ফিরেই লালকার্ড দেখলেন নেইমার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ছুটি কাটিয়ে মাঠে ফিরেই লালকার্ড দেখলেন নেইমার। ফলে খেলতে পারবেন না পরের ম্যাচে তিনি।

শনিবার ক্লাব ফুটবলের মঞ্চে লিলের বিপক্ষের ম্যাচে লালকার্ড দেখেন নেইমার। এদিন জয় নিয়েও ফিরতে পারেনি দলটি।

অথচ ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। অন্তত ১৬ বার জোরালো আক্রমণে উঠে একটিতেও সফল হননি নেইমার-এমবাপ্পে।

অন্যদিকে মাত্র তিনবার আক্রমণে উঠে একটিতে সফল হয় লিল। ম্যাচের ২০ মিনিটের সময় ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে পিএসজির জাল কাঁপান ২১ বছর বয়সি কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। কিন্তু একবারও লিলের জালের ঠিকানা খুঁজে পাননি পচেত্তিনের শিষ্যরা।

উল্টো ম্যাচের ৯০ মিনিটের মাথায় প্রতিপক্ষ খেলোয়াড় থিয়াগোর ফাউলে মেজাজ হারান নেইমার। থিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদকার্ড দেখেন নেইমার। এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে থিয়াগোকেও লালকার্ড দেখান রেফারি।

এ পরাজয়ের পর এখন ৩১ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রতে পাওয়া ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে পিএসজি। সমান ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রতে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিল।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর