বিশ্বের সবচেয়ে লম্বা চুল ছিল যার মাথায়

  1. ভারতের গুজরাটের কিশোরী নীলাংশী প্যাটেল। যার নাম বিশ্বের সবচেয়ে বড় লম্বা চুলের মালিক হিসাবে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ উঠেছে। বাস্তবের ‘রাপুনজেল’ হিসাবেই যার পরিচিতি। অবশেষে দীর্ঘ ১২ বছর পর নিজের লম্বা চুল কেটে ফেললেন নীলাংশী। ছবি: সংগৃহীত

  2. দীর্ঘ ১২ বছর পর, অবশেষে নীলাংশী প্যাটেলের চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

    দীর্ঘ ১২ বছর পর, অবশেষে নীলাংশী প্যাটেলের চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

  3. ২০১৮ সালের ২১ নভেম্বরে তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭,৫ সেন্টিমিটার। তখনই তাকে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিকে খেতাব দেয়া হয়। পরের দুবছর নীলাংশী তার চুল আরও বাড়িয়ে সেই খেতাব আরও মজবুত করেন। ছবি: সংগৃহীত

    ২০১৮ সালের ২১ নভেম্বরে তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭,৫ সেন্টিমিটার। তখনই তাকে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিকে খেতাব দেয়া হয়। পরের দুবছর নীলাংশী তার চুল আরও বাড়িয়ে সেই খেতাব আরও মজবুত করেন। ছবি: সংগৃহীত

  4. জানা যায়, নীলাংশী প্যাটেল তার ১৮ বছরের জন্মদিনের ঠিক আগে ২০২০ সালের জুলাইয়ে শেষবারের জন্য চুল পরিমাপ করেছিলেন। তখন তার চুল ২০০ সেন্টিমিটার দৈর্ঘ্যে পৌঁছে ছিল। তখনই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে। ছবি: সংগৃহীত

    জানা যায়, নীলাংশী প্যাটেল তার ১৮ বছরের জন্মদিনের ঠিক আগে ২০২০ সালের জুলাইয়ে শেষবারের জন্য চুল পরিমাপ করেছিলেন। তখন তার চুল ২০০ সেন্টিমিটার দৈর্ঘ্যে পৌঁছে ছিল। তখনই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে। ছবি: সংগৃহীত

  5. জানা যায়, নীলাংশী প্যাটেলের বয়স যখন মাত্র ৬, তখন কেউ কাঁচি দিয়ে বাজেভাবে তার চুল কেটে দেয়। তারপর বদলা নিতেই নাকি তিনি চুল কাটাই বন্ধ করে দেন। ছবি: সংগৃহীত

    জানা যায়, নীলাংশী প্যাটেলের বয়স যখন মাত্র ৬, তখন কেউ কাঁচি দিয়ে বাজেভাবে তার চুল কেটে দেয়। তারপর বদলা নিতেই নাকি তিনি চুল কাটাই বন্ধ করে দেন। ছবি: সংগৃহীত

  6. তার লম্বা চুলে রহস্য নিয়ে নীলাংশী জানিয়েছিলেন, তিনি বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন, পাশাপাশি তার মা বাড়িতে তৈরি কিছু জরিবুটিও তার চুলে লাগিয়ে দেন। নীলাংশী জানিয়েছিলেন তিনি সপ্তাহে ১ দিন চুল ধোন। চুল শুকাতে আধঘণ্টা আর জট ছাড়াতে ১ ঘণ্টা সময় নিতেন। ছবি: সংগৃহীত

    তার লম্বা চুলে রহস্য নিয়ে নীলাংশী জানিয়েছিলেন, তিনি বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন, পাশাপাশি তার মা বাড়িতে তৈরি কিছু জরিবুটিও তার চুলে লাগিয়ে দেন। নীলাংশী জানিয়েছিলেন তিনি সপ্তাহে ১ দিন চুল ধোন। চুল শুকাতে আধঘণ্টা আর জট ছাড়াতে ১ ঘণ্টা সময় নিতেন। ছবি: সংগৃহীত

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর