পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলোতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন।

সাকিব আল হাসানকে পিএসএলে ডেকেছে লাহোর কালান্দার্স। বাঁহাতি এই অলরাউন্ডার এর আগে খেলেছেন করাচি কিংস ও পেশাওয়ার জালমি দলে। এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা মাহমুদউল্লাহকে ডেকেছে মুলতান সুলতানস। দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পেলেন লিটন। এই কিপার-ব্যাটসম্যানকে ডেকেছে করাচি।

করোনাভাইরাসের প্রার্দুভাবে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় চলতি বছরের পিএসএল। আগামী ২ জুন আবার শুরু হবে আসরটি। দীর্ঘ বিরতিতে খেলোয়াড় হারানো ফ্র্যাঞ্চাইজিগুলো মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বদলি খেলোয়াড়দের ড্রাফট থেকে দল পুনর্গঠন করে।

পিএসএলের এই মধ্যবর্তী প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছিল ৭ বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস দল পেলেও দল পাননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম ছাড়াও দল পাননি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাব্বির রহমান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর