বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুকের আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার সকালে ভুটান যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সফর শেষে ১৪ জুলাই শুক্রবার তিনি দেশে ফিরবেন।
সাবেক সৈরাশাসকের চার দিনের এই সফরে ভূটানের বর্তমান রাজা ও পধানমন্ত্রীর পাশাপাশি সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সাথে বৈঠক করবেন।
এরশাদের সফরসঙ্গী হিসেবে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন এরশাদেরেোজনৈতিক সচিব সুনীল শুভ রায়।
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভূটান রাজার মেহমান হিসেবে হোটেল তাজে থাকেন। জাপা চেয়ারম্যানও সেখানে উঠবেন বলে জানিয়েছেন দলের নেতারা।