কেবল বিদেশ গামীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট : প্রতিমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬ টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। যা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। তবে এ সময়ে চলবে আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এসব ফ্লাইটে বিদেশগামী অথবা বিদেশফেরত যাত্রী ছাড়া অন্য কাউকে পরিবহন করা যাবে না।

১৪ দিনের বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এবারের বিধিনিষেধে প্রশাসন আগের চেয়েও কঠোর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

লকডাউনে বন্ধ থাকবে সবধরনের পরিবহন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
বিদেশগামী অথবা বিদেশফেরত যাত্রীদের জন্য চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। তবে যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর