চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়লো

বাঙালী কণ্ঠ নিউজঃ  বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। সার্ভার সমস্যার কারণে চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনকারীদের অনুরোধে আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার (১০ জুলাই) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৭’র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আবেদন সময়সীমা ২৪ ঘন্টা বৃদ্ধি করে ১১.০৭.১৭ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনের সময় পুননির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ২০১৭-এর অনলাইনে আবেদন শুরু হয় গত ৬ই জুন। আবেদনের শেষ সময় ছিল ১০ই জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের দুটি প্রিলিমিনারি পরীক্ষাই সকাল-বিকেল অনুষ্ঠিত হবে ২৫শে আগস্ট। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ ডিসেম্বর। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথমে প্রিলিমিনারি, পরে লিখিত ও সবশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের  একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ খবর নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর