ওয়াশিংটনে মার্কিন সিনেটরের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও
বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান গতকাল ওয়াশিংটন ডিসির সিনেট হার্ট অফিস
ভবনে বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজের সাথে বৈঠক
করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেন।
উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে
বাংলাদেশে যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে তা সিনেটরকে অবহিত করেন।
তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরো জোরদার করতে সিনেটরের সমর্থন কামনা করেন।
সিনেটর মেনেন্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক
প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। সিনেটর মেনেন্দেজ অর্থনৈতিক
অগ্রগতির পাশাপাশি শ্রম অধিকার ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন
। উপদেষ্টা দেশে শ্রমিকের অধিকার এবং সুরক্ষা অধিকতর উন্নত করার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সিনেটরকে অবহিত
করেন। রূপগঞ্জের একটি কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা তার
নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়ে সিনেটরকে অবহিত করেন।
বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং যুক্তরাষ্ট্রে
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

#

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর