যেকোনো দুর্যোগে সর্বদা পাশে আছি: নিক্সন চৌধুরী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দুর্যোগ সাময়িক একটি বিপদ তাই দুর্যোগে সাহস হারাবেন না। যেকোনো দুর্যোগে সর্বদা আপনাদের পাশে আছি।

শুক্রবার বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়নের হরিখোলা মন্দিরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যেকোনো দুর্যোগে সর্বদা পাশে আছি: নিক্সন চৌধুরী

নিক্সন চৌধুরী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যেও বুকে সাহস নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই নির্দেশনায় যেকোনো দুর্যোগে সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। করোনা পরিস্থিতি ফরিদপুরে চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই সকলে সরকারের নির্দেশ মেনে চলুন।

এ সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল টেউটিন, ১০ কেজি চাল ও ১ বস্তা শুকনো খাবার ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দিবাগত রাত ১টায় মাত্র ১ মিনিটের ঘূর্ণিঝড়ে চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের ২৭টি পরিবারের অর্ধশতাধিক পাকা-আধাপাকা, ঘর বিধ্বস্ত হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর