এক ম্যাচ খেলেই এসেক্স থেকে ফিরছেন তামিম

বাঙালী কণ্ঠ নিউজঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে গিয়েছিলেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে। কাউন্টি দল এসেক্সের হয়ে তামিমের খেলার কথা ছিল আট ম্যাচ। কিন্তু এক ম্যাচ খেলেই ফিরে আসছেন বাংলাদেশি ওপেনার। কাউন্টি ক্লাবটি নিশ্চিত করেছে, ব্যক্তিগত কারণে এসেক্স ছাড়ছেন তামিম।

দিন চারেক আগে যোগ দিয়েছিলেন তামিম এসেক্সে। কেন্টের বিপক্ষে মাঠেও নেমেছিলেন বাংলাদেশের ওপেনার। শুরুটা ভালো না হলেও এসেক্সের পরিকল্পনার যে তিনি ছিলেন, তা টুর্নামেন্ট শুরুর আগে দলটির কোচের কথাতেই ছিল স্পষ্ট। কিন্তু হঠাৎই ব্যক্তিগত কারণে ইংলিশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছেড়েছেন তামিম। কাউন্টি ক্লাব নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে এভাবে, ‘এসেক্স কাউন্টি ক্লাব নিশ্চিত করছে যে, বিদেশি ক্যাটাগরির খেলোয়াড় তামিম ইকবাল ব্যক্তিগত কারণে ক্লাব ছাড়ছেন। আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। আর অনুরোধ করছি এই মুহূর্তে তামিমের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানানোর।’

ব্যক্তিগত কারণটা ঠিক কী, সেটা জানা না গেলেও তামিম এখনও ফেরেননি দেশে। জাতীয় দলের খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত থাকলেও তামিম উড়ে গিয়েছিলেন টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে। দ্বিতীয়বার গিয়েছিলেন তিনি এই টুর্নামেন্টে খেলার জন্য। এর আগে ২০১১ সালে তিনি খেলেছিলেন নটিংহ্যামশায়ারের হয়ে। বিবিসি

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর