বাঙালী কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে নাছিম মিয়া (৩০), পাছ এলাসিন গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৫) ও কাশেম মিয়ার ছেলে আক্কাস মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায় , বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নাছিমের মুদি দোকানে ৩ বন্ধু মিলে মদ পান করে। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় এক ক্রেতা তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের পরিবারের লোকজনকে ডাকাডাকি করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিম ও পারভেজকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর আক্কাসও মারা যান।