মন্ত্রী! আপনাকে ধরলে বুঝতেন চিকুনগুনিয়া কী

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘চিকুনগুনিয়া’ মারাত্মক কিছু নয়-স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি। তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনাকে ধরলে বুঝতেন চিকুনগুনিয়া কাহাকে বলে।’

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনা করতে গিয়ে ফিরোজ রশিদ এই মন্তব্য করেন।

এর আগে চিকুনগুনিয়া সম্পর্কে সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম। এতে তিনি চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তবে মন্ত্রী জানান, চিকুনগুনিয়া মারাত্মক কোনো রোগ নয়। আক্রান্ত ব্যক্তি প্যারাসিটামল খেলে, প্রচুর পানি পান করলে এবং বিশ্রাম নিলে চার পাঁচ দিনের মধ্যেই চিকুনগুনিয়া সেরে যায়। এই রোগটি নিয়ে আতঙ্ক না ছড়াতে তিনি মিডিয়াসহ সবার প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আনা একটি বিলের ওপর আলোচনায় অংশ নেন ফিরোজ রশিদ। এক পর্যায়ে তিনি ব্যাংক লুট নিয়ে কথা বলতে চাইলে স্পিকার তাকে বলেন, ‘আপনি নোটিশ দেন, নোটিশ আকারে না এলে এ প্রশ্নের উত্তরতো কেউ দিতে পারবে না।’

এ সময় কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমরা নোটিশ দিই, এখন একটু বলছি। নোটিশ দিয়ে কী হবে। জনগণ জানুক।  এই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখন চিকুনগুনিয়ার কথা বললেন, আপনাকে ধরলে আপনি বুঝতেন চিকুনগুনিয়া কাহাকে বলে।’

জাপা সাংসদ বলেন, ‘আমরা যারা সংসদে আছি জমও আমাদের কাছে আসে না ভয়ে। ওই গরিবের কাছে যায় চিকুনগুনিয়া। প্রত্যেকটা ঘরে ঘরে আক্রান্ত হয়েছে মানুষ। কার দোষ কাকে দেবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হাসপাতাল খোলা আছে। হাসপাতালে যাওয়ার শক্তিতো লাগবে, অর্থতো লাগবে। সাধারণ মানুষ আজ ঘরে মৃত্যুশয্যায় শায়িত।’

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন কাউকে এর জন্য জবাবদিহিতা করতে হয়েছে?’

পরে তিনি বিলের ওপর আনা সংশোধনী নিয়ে কথা বলেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর