আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিলেন ৩ ভাই, জীবিত ফিরেন একজন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জেরেমি ওয়াইজ, বেন ওয়াইজ ও বিউ ওয়াইজ। তিনজন আপন ভাই। মার্কিন সামরিক বাহিনীর হয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা।

তবে সেখান থেকে কেবল বিউ ওয়াইজ জীবিত ফিরে আসতে পেরেছিলেন। বাকি দুই ভাই যুদ্ধে নিহত হন।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন বেন ওয়াইজ। আর জেরেমি ওয়াইজ দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি এজেন্সি ঘাঁটিতে তালেবানের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন।

জেরেমি ওয়াইজ ছিলেন সাবেক মার্কিন নেভি সিলের সদস্য, যিনি পরবর্তীতে সিআইএ ঠিকাদার হন।

২০ বছর পর তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর শঙ্কা প্রকাশ করেছেন আফগান যুদ্ধ বেঁচে ফেরা সাবেক মার্কিন মেরিন সার্জেন্ট বিউ ওয়াইজ।

সম্প্রতি তালেবানের কাবুল দখল করার দৃশ্য ঘরে বসে টেলিভিশনে দেখেছেন ৩৭ বছর বয়সী বিউ ওয়াইজ।

দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিউ ওয়াইজ বলেন, তালেবান আগের চেয়ে আরও শক্তিশালী। টেলিভিশন দেখে আমি আতঙ্কিত, কেবল যা ঘটেছে তা নয় বরং আগামীর পরিস্থিতি নিয়েও।

‘তবে ফলাফল যাই হোক না কেনো, আমি বিশ্বাস করি জেরেমি ও বেন আবারও একই কাজ (তালেবান প্রতিরোধ করা) করতেন, আমিও তাই। আমরা একে অপরের প্রতি কর্তব্য অনুভব

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর