জমি পেলেই সব উপজেলায় মিনি স্টেডিয়াম

বাঙালী কণ্ঠ নিউজঃ  দেশের প্রতিটি উপজেলায় তিন একর জমি পেলেই একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। ইতিমধ্যে ১৩১টি মিনি স্টেডিয়াম নির্মাণের টেন্ডার ও ওয়াক অর্ডার হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে একাধিক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, সব এলাকার ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে এই মিনি স্টেডিয়াম করা হচ্ছে। এখানে কোনো স্কুল, কলেজের মাঠে মিনি স্টেডিয়াম করা যাবে না। শুধুমাত্র ৩ একর জমি নিশ্চিত হলেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই ১৩১টির টেন্ডার ও নির্মাণ আদেশ হয়েছে। এবং ৮০টির কাজ চলছে। পর্যায়ক্রমে সব উপজেলাই এই মিনি স্টেডিয়াম হবে।

সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদের অপর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গুলশান এলাকায় স্পোর্টস কমপ্লেক্স করা হবে। এই কমপ্লেক্সের মাধ্যমে গুলশান এলাকার সবাই উপকৃত হবে।

টিএনটি মাঠকে মিনি স্টেডিয়াম করার বিষয়ে তিনি বলেন, টিএনটি’র অনাপত্তিপত্র দিলে বিষয়টি বিবেচনা করা যাবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর