তালেবান নিয়ে যা বললেন শহীদ আফ্রিদি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ তালেবানের ক্ষমতা দখলকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, নারীদের কাজ করতে বাধা না দেওয়ায় তালেবানের প্রশংসা করেছেন তিনি।

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েতের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে তালেবান নিয়ে আফ্রিদিকে প্রশংসা করতে শোনা গেছে।

তালেবান শাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, তালেবান ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে। এর আগে তারা এ রকম ছিল না। নারীদের কাজ করতেও বাধা দিচ্ছে না তালেবান।

সাবেক এই ক্রিকেটার মনে করেন, ক্রিকেট নিয়ে উৎসাহী তালেবান। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা ক্রিকেটকেও খুব পছন্দ করে।

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির কারণেই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ। আফ্রিদির দাবি, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে সিরিজকেও সমর্থন করছে।

আরেক সাবেক ক্রিকেটার, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো বেশ কয়েকবারই তালেবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর