নিলামে বিক্রি হলো গান্ধী-সুভাষচন্দ্র-শরৎচন্দ্রের ব্যবহৃত সামগ্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  গান্ধীজির স্মৃতি বিজরিত জিনিসগুলি যে নিলামে উঠবে তা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেইমতো এদিন নিলামে উঠেছিল সামগ্রীগুলি। ক্রেতা ‘কিংসলে হলে’র সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত স্থানীয় এক ব্যক্তি।

পেনসিলে আঁকা মহাত্মা গান্ধীর বিরল পোট্রেট নিলামে বিক্রি হল ৩২ হাজার ৫০০ পাউন্ডে। একইসঙ্গে সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর পরিবারকে তাঁর লেখা একগুচ্ছ চিঠিও বিক্রি হল ৩৭ হাজার ৫০০ পাউন্ডে।

লন্ডনে ‘সোদেবি’র নিলামে উঠেছিল এগুলি। নিলাম কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। অথচ, ছবি বা চিঠি এই বিপুল দামে বিক্রি হবে তা আশাই করেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, এই পোট্রেটটি এঁকেছিলেন বিশিষ্ট শিল্পী জন হেনরি। ১৯৩১ সালে লন্ডনে গোলটেবিল বৈঠকে যোগ দিতে এসেছিলেন গান্ধী। তখনই তাঁর এই স্কেচটি এঁকেছিলেন শিল্পী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর