জরুরি চিকিৎসাসেবা দিতে বাধ্য থাকবে হাসপাতাল: হাইকোর্ট

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জরুরি চিকিৎসাসেবা দিতে কোনো হাসপাতাল অসম্মতি জ্ঞাপন করতে পারবে না মর্মে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট মামলায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের নিকট আনা হয়, উক্ত অসুস্থ ব্যক্তির তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করতে পারবে না। যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে এরূপ জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে জরুরি সেবাসমূহ বিদ্যমান রয়েছে এমন নিকটস্থ কোনো হাসপাতালে উক্ত ব্যক্তিকে প্রেরণ করতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রাশনা ইমাম, শারমিন আক্তার ও খন্দকার নীলিমা ইয়াসমিন। রাশনা ইমাম বলেন, এ আদেশের ফলে হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষু রোগীকে জরুরি চিকিত্সাসেবা দিতে বাধ্য থাকবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর