আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফলে আগামী শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের

স্থানীয় সময় বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকো হেডকোয়ার্টারে ৪১তম জেনারেল কনফারেন্সে “ফিউচার অব অ্যাডুকেশন” শীর্ষক এক প্রতিবেদনের ওপর প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপরেখা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে যদিও ইউনেসকো ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, তারপররও মানব সভ্যতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আরও এগিয়ে যাবে এবং সঠিক শিক্ষাই তা নিশ্চিত করতে পারবে।

আগামীর শিক্ষাব্যবস্থা পরবর্তী প্রজন্মকে ভালো মানুষ এবং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন কিউবার শিক্ষামন্ত্রী মিস এনা এলসা বেলাযকুয কবিইলা ও স্লোভেনিয়ার শিক্ষামন্ত্রী সিমন কুসটেক প্রমুখ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর