আ.লীগের ‘অনুরোধে’ পেছাচ্ছে বিএনপির গণমিছিল

আগামী ২৪ ডি‌সেম্ব‌রে ঢাকায় বিএনপির গণমিছিল হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন হয়ে ২২ অথবা ৩০ ডিসেম্বর হ‌তে পা‌রে। ত‌বে ঢাকার বাইরে সারাদেশে গণমিছিল ২৪ ডিসেম্বরই হ‌বে।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) রা‌তে বিএন‌পির গণমি‌ছি‌লের তা‌রিখ প‌রিবর্ত‌নের কথা নি‌শ্চিত ক‌রেন মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান।

সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু একই দিন রাজধানীতে আওয়ামী লীগের সম্মেলন থাকায় সম্ভাব্য ‘সংঘাত’ এড়াতে এবং শরিকদের আপত্তির কারণে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বিএনপি কোনও সংঘাতে যেতে চায় না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করাই আমা‌দের লক্ষ্য। সে কার‌ণেই পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ডিসেম্বরই গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।

কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে রাতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে আহ্বান জানিয়েছেন। আমরা বিষয়টি বিবেচনায় নি‌য়ে‌ছি।

তিনি আরও বলেন, আমাদের সব বিভাগীয় সমাবেশ শনিবারই করেছি। সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশও শনিবার করেছি। সেই অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর শনিবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা যখন কর্মসূচি ঘোষণা করি তখন আওয়ামী লীগের সম্মেলনের বিষয়টি আমাদের জানা ছিল না। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ্বান জানিয়েছেন, আমরা বিষয়টি ‌বি‌শেষ বিবেচনায় নি‌য়ে‌ছি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর