সাংবাদিকতা কঠিন ও বিপজ্জনক একটি পেশা: পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘সাংবাদিকরা তাদের দেশে ঘটতে থাকা ঘটনাগুলো নিজ দেশের নাগরিকদের জানানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত এ সংবর্ধনা আয়োজন করেন। সেখানে তিনি কূটনৈতিক প্রতিবেদকদের কাজের প্রশংসা করেন।

ডিকাব সদস্যদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের পেশাটি মহৎ এবং গোটা বিশ্বে, ক্রমবর্ধমানভাবে, এটি একটি কঠিন ও বিপজ্জনক পেশা। ’

অনুষ্ঠানে অন্য বিদেশি মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর