তাহিরপুরে শীতার্ত শ্রমজীবী মানুষের মধ্যে কম্বল বিতরণ

বেশ কিছু দিন ধরেই সুনামগঞ্জের ১২টি উপজেলায় শীতের তীব্র বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই জীবন জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন মানুষ। সেই সব শীতার্ত শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

তিনি মঙ্গলবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নে শীতার্ত শ্রমজীবী নারীদের হাতে কম্বল তুলে দেন।

শীতার্ত শ্রমজীবীরা শীত নিবারনের জন্য কম্বল পেয়ে খুশি। তারা বলেন শীতের তীব্র বৃদ্ধি পাওয়া আমরা অনেক কষ্ট করেছি। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,শীতার্তদের মধ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউমিনিটি সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ভালবাসার উপহার শ্রমজীবী মানুষের মধ্যে  বিতরণ করেছি। আমি সব সময়ই অসহায় নিপিড়ীত মানুষের পাশে আছি আর থাকব।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর