বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশে নতুন ব্যারাম
চিকুনগুনিয়া
পল্টু মামা মূর্ছা গেলেন
খবর শুনিয়া!
কুটুস কুটুস মশার কামড়
বড্ড ব্যথা গায়
সঙ্গে জ্বরের বাড়াবাড়ি
প্রাণটা রাখা দায়।
আসছে মশা ঝাঁকে ঝাঁকে
দিচ্ছি পাহারা
হ্যান করেছি ত্যান করেছি
বলছে তাহারা।
মারতে মশা কামান দাগার
নেই তো প্রয়োজন
দায়িত্বটা পালন করুন
একটু দিয়ে মন।